The Begining

Sarva Bharatiya Charukala Mandir (All India Fine Arts Association) is a non-profit organisation which provides diploma in classical music and art. The organisation was established by the famous educationist who was also a writer Dr. Roma Chaudhuri. In the world of Indian classical music, painting, recitation and dance; Charukala Mandir has been playing a major role.


সর্বভারতীয় চারুকলা মন্দির (অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যাসোসিয়েশন ) একটি অলাভজনক সংস্থা, যা শাস্ত্রীয় সঙ্গীত ও চারুকলায় ডিপ্লোমা প্রদান করে। এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত শিক্ষাবিদ ও লেখিকা ড. রমা চৌধুরীভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, চিত্রকলা, আবৃত্তি ও নৃত্যের জগতে চারুকলা মন্দির এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


For the development of Indian art and culture there are many artists who have formed together to give a new ray of light to the future generations and also provide a proper standard.


In the year 1983, 21st August, a day in which Janmashtami is celebrated every year - Sarva Bharatiya Charukala Mandir was established at the heart of Calcutta.


ভারতীয় শিল্প ও সংস্কৃতির বিকাশের জন্য বহু শিল্পী একত্রিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন এবং সঠিক মান বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


১৯৮৩ সালের ২১শে আগস্ট, যে দিনটিতে প্রতি বছর জন্মাষ্টমী উদযাপিত হয়, সেই দিনেই কলকাতার প্রাণকেন্দ্রে সর্বভারতীয় চারুকলা মন্দির প্রতিষ্ঠিত হয়।

Activities

The organisation keeps importance on these four things, Training, Research, Examination and Function. Charukala Mandir arranges examination and also provides recognition and receptions to the newly talented people and also to respective personalities.


সংস্থাটি চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেয় – প্রশিক্ষণ, গবেষণা, পরীক্ষা ও অনুষ্ঠান। চারুকলা নিয়মিত পরীক্ষা গ্রহণ করে এবং নতুন প্রতিভাবান শিল্পীদের স্বীকৃতি ও সংবর্ধনা প্রদান করে।


Charukala Mandir arranges various kinds of knowledgeable programs and amongst these are - the birthday of the great personalities Abanindranath Tagore and Chintamoni Kar; Seminars, Art exhibitions, Convocations and Memorial lectures. All these programs and activities have got a lot of success and wish to maintain this in the future years.


চারুকলা বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করে, যার মধ্যে রয়েছে – বিশ্ববরেণ্য শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর এবং চিন্তামণি করের জন্মবার্ষিকী; সেমিনার, চিত্র প্রদর্শনী, সমাবর্তন এবং স্মারক বক্তৃতা। এই সমস্ত কার্যক্রম অত্যন্ত সফল হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার আশা করা হচ্ছে।

Recognition

The organisation is registered by West Bengal Government Society Act. Charukala Mandir is a temple of art music and culture which is a self-rule board. [Regd No: S/41769 of 1983 -1984]. Organisation is also granted ISO 9001:2015 Certification.


এই সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি অ্যাক্ট দ্বারা নিবন্ধিত এবং এটি একটি স্ব-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। চারুকলা মন্দির এক অনন্য শিল্প, সঙ্গীত ও সংস্কৃতির মন্দির [রেজি নং: এস/৪১৭৬৯ সন ১৯৮৩ - ১৯৮৪]। সংস্থাটি আই. এস. ও. ৯০০১:২০১৫ শংসাপত্রও লাভ করেছে।

Organisation at a glance

Few moments of celebration

The Mission

Charukala Mandir, with more than four decades long legacy, is devoted to nurturing the soul of Indian culture through the teaching and certification of Fine Arts, Classical Music, Traditional Dance and Recitation. Rooted in the belief that true art is a path to eternal bliss, we aim to guide students toward both artistic mastery and inner joy. Keeping the doctrine in mind, “Ānanda Rūpamamṛtaṁ Yadvibhāti” means "The One who eternally dwells in the form of bliss."; we provide disciplined training, compassionate mentorship, and an atmosphere steeped in tradition. Thus, learners connect with the deeper essence of Indian heritage—where every brushstroke, note, and movement becomes a celebration of the divine within.

The Vission

To be a sanctuary of joy and artistic excellence, where every student experiences the eternal bliss that flows through the veins of Indian tradition. Charukala Mandir envisions a world where the classical arts are not only preserved but lived—where each generation finds harmony, purpose, and self-expression through the timeless beauty of Indian Fine Arts, Music, Dance and Recitation. With our legacy as our foundation and bliss as our guiding light, we strive to inspire a global appreciation for the spiritual and cultural richness of India. By building a strong community of artists, educators, and art lovers, Charukala Mandir envisions becoming a national and international beacon for Indian Classical Arts education.

Reach us

5B/3, Bipin Mitra Lane, Shyambazar, (Near CESC Office) Kolkata - 700 004 || Mob: +91 9831143792 & +91 9748170184