Step into the rhythm of tradition with our Classical Dance course. Blending grace and discipline, students learn the foundations of Indian Classical Dance - celebrating culture through movement and expression.
Dance is not just movement—it's a storytelling tradition that connects the body, mind, and soul. This course introduces students to the rich legacy of Indian Classical Dance, including forms like Bharatanatyam, Kathak, and Odissi and the other form like Rabindra Nritiya. Students will learn postures, mudras (hand gestures), abhinaya (expressions), and rhythmic footwork. Alongside physical training, the course emphasizes the cultural and spiritual contexts of these dance forms. Ideal for both beginners and those with prior experience, the program builds grace, discipline, and a deep connection to India’s cultural heritage.
নৃত্য শুধু দেহের অভিব্যক্তি নয় — এটি মন ও আত্মার সঙ্গে যুক্ত একটি আবহমান কাহিনি বলার মাধ্যম। এই কোর্সে শিক্ষার্থীরা ভরতনাট্যম, কত্থক, ওড়িশি-র মতো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে এবং রবীন্দ্রনৃত্যের পরিচিতি ও মৌলিক শিক্ষা লাভ করে। এতে হাতের মুদ্রা, মুখাভিনয়, ভঙ্গিমা এবং তাল অনুশীলনের মাধ্যমে দেহের ভঙ্গিমার শুদ্ধতা ও সৌন্দর্য গড়ে তোলে। এই কোর্সে নৃত্যের নান্দনিকতা ও সংস্কৃতির দিকটি সমান গুরুত্ব পায়। এটি নতুনদের জন্য যেমন উপযোগী, তেমনই যারা পূর্বে নাচ শিখেছেন, তাদের জন্যও উপকারী।
এই কোর্সে নৃত্যের নান্দনিকতা ও সংস্কৃতির দিকটি সমান গুরুত্ব পায়।