thumb

চিত্রকলা (Fine Arts)

Explore the vibrant world of colors, shapes, and imagination, our Fine Arts course nurtures creativity through sketching, painting, and visual storytelling—laying a strong foundation in artistic expression for learners of all ages.

Charukala Mandir’s Fine Arts course is designed to awaken and nurture the creative spirit within every student. With a strong emphasis on drawing, sketching, coloring, and painting, this course introduces learners to both traditional and contemporary techniques. Students are guided through the fundamentals of visual composition, color theory, and form, enabling them to express their imagination with confidence and skill. Whether a beginner or an aspiring artist, this course offers a platform to explore the world through an artistic lens, under the guidance of experienced mentors.

চারুকলা মন্দির-এর চারুকলা কোর্সটি প্রতিটি ছাত্রছাত্রীর সৃজনশীল চেতনা জাগ্রত ও বিকাশ করার লক্ষ্যে গঠিত। এই কোর্সে অঙ্কন, স্কেচিং, রঙ ব্যবহার এবং চিত্রাঙ্কনের বিভিন্ন ধরণ শেখানো হয়। চিত্রকল্প, রঙের তত্ত্ব, এবং রূপের মৌলিক বিষয়গুলিকে কেন্দ্র করে শেখানো হয়, যাতে শিক্ষার্থীরা তাদের কল্পনাশক্তিকে দক্ষতার সাথে প্রকাশ করতে পারে। প্রথাগত ও আধুনিক পদ্ধতির সংমিশ্রণে গঠিত এই কোর্স নতুনদের পাশাপাশি আগ্রহী শিল্পীদের জন্যও আদর্শ।

Course Details

এই কোর্সে অঙ্কন, স্কেচিং, রঙ ব্যবহার এবং চিত্রাঙ্কনের বিভিন্ন ধরণ শেখানো হয়।

  • চিত্রকলা (ব্যবহারিক ও শাস্ত্র ) / Painting ( Theoritical & Practical)